
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের নিম্নচাপের ভ্রুকুটি। একদম পুজোর আগে। তার জেরে সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেশের একাধিক জায়গায়। বাদ যাবে না বাংলাও। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।
শনিবার অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলারও একাধিক জেলায় এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপত্যকা এলাকা, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশার একাধিক জায়গায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার ওড়িশার একাধিক এলাকা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে উপকূল এলাকায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার আবার কোথাও কোথাও ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপত্যকা এলাকা, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশার একাধিক জায়গায় রবিবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপের বৃষ্টি চলার সম্ভাবনা ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার। বাংলার পাশাপাশি দেশের নানা প্রান্তে বুধবার অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তর–পূর্ব ভারতে বৃষ্টি বেশি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। সঙ্গে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে বাড়িতে থাকার কথা বলা হয়েছে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪